নন্দ দুলাল ভট্টাচার্য, নেশন১ভয়েস, কোলকাতা : আজ (৫.১১.২০২০) নিখিল ভারত কংগ্রেস কমিটির ডাকে হাতরাস কান্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে ও সারা দেশে দলিত সমাজের মা ও বোনেদের ওপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে রাজ্য প্রদেশ কংগ্রেস সদর দপ্তরে সকাল ১০ টা হইতে দুপুর ২টো অবদি “মহিলা ও দলিত উৎপীড়ন বিরোধী দিবসের”অবস্থান ভিক্ষোভ পালন করা হয়। এই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, INTUC সভাপতি কামরুজ্জামান কমর এবং মহিলা কংগ্রেস সহ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেন।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন