ডিজিটাল ডেস্ক, নেশন ১ ভয়েস, শিলিগুড়ি : আজ (১৭.১০.২০২০) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিলিগুড়ি রিজিওনাল অফিস এর সামনে সিকিউরিটি এন্ড ALLIED ওয়ার্কারস ইউনিয়ন ( AITUC AFFILIATED ) পক্ষ থেকে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের এক তরফা হটকারী সিদ্ধান্ত দুপুর ২টো থেকে রাত ১০ টার এটিএম গার্ড দের শিফট বন্ধ করার বিরুদ্ধে একটি বিশাল বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিলিগুড়ি রিজিওনাল অফিস এর রিজিওনাল ম্যানেজার কে একটি মেমোরেন্ডাম দেয়া হয়। AITUC র রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী বললেন যে এই করোনা মহামারী তে এটিএম গার্ডরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষর কোনো রকম পার্সোনাল প্রটেকশন ( মাস্ক, স্যানিটাইজার) সহায়তা ছাড়া কাজ করে গেছেন এবং আজ তাদেরকেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ ছাঁটাই করার চক্রান্ত করছে। আমরা এই হটকারী সিদ্ধান্ত কিছুতেই মেনে নেবো না ব্যাঙ্ক কর্তৃপক্ষ যদি তাদের এই হটকারী সিদ্ধান্ত বাতিল না করেন তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো এবং আগামী ১৯সে অক্টোবর সারা রাজ্য জুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM ২৪ ঘন্টার বন্ধ সফল করার আহবান রাখলেন। আজকের এই বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি তে AITUC র রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ প্রচুর নেতা কর্মীরা অংশ গ্রহণ
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন