নন্দ দুলাল ভট্টাচার্য, নেশন১ ভয়েস , কোলকাতা : ভোডাফোন আইডিয়া(Vi) ম্যানেজমেন্টের কন্ট্রাক্টচুয়াল কর্মী দের ছাঁটাইয়ের সিন্ধান্তের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার উদ্দেশ্যে আজ ১১/৭/২০২১ রবিবার এআইটিইউসির রাজ্য দপ্তরে vodafone idea সংস্থার কন্ট্রাক্টচুয়াল কর্মীদের সভা অনুষ্ঠিত হলো,ঐ সভায় উপস্থিত ছিলেন এআইটিইউসির রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী,ও ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস,ও অন্যান্য নেতৃবৃন্দ, সেখানে কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে। তার পর কর্মীরা ছাঁটাইয়ের প্রতিবাদে ইউনিয়নের রাজ্য দপ্তর থেকে মৌলালী ইন্টালী মার্কেট পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করেন। এই পরিপ্রেক্ষিতে ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস বললেন যে করোনা পরিস্থিতি এমনিতেই কর্ম সংকোচন হচ্ছে এর মধ্যে যদি ভোডাফোন আইডিয়া(Vi) ম্যানেজমেন্ট কর্মী ছাঁটাই মতন কোনও হটকারী সিদান্ত নেয় তাহলে আমরা এটা কোনো মতই বরদাস্ত করবনা এবং বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন