নন্দ দুলাল ভট্টাচার্য, নেশন১ভয়েস , মালদা : আজ সিকিউরিটি এন্ড ALLIED ওয়ার্কার্স ইউনিয়ন (AITUC AFFILIATED) মালদা জেলা কমিটির পক্ষ থেকে লক ডাউন এর ফলে কাজ হারানো বিপর্যস্ত বঞ্চিত, দরিদ্র মানুষদের জন্য কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার ব্যবস্থা করা হয়েছে। প্রায় দুশো জন গরিব মানুষদের খাওয়ানো হয়। এই পরিপ্রেক্ষিতে সিকিউরিটি এন্ড ALLIED ওয়ার্কার্স ইউনিয়ন এর সাধারণ সম্পাদক এবং AITUC ন্যাশনাল কাউন্সিল মেম্বার সুব্রত দাস আমাদের টেলিফোনে বললেন যে এই কমিউনিটি কিচেন AITUC মালদা জেলার পক্ষ থেকে প্রায় ১৫ দিন ধরে চলছে এবং আগামী দিনেও লক ডাউন শেষ না হওয়া অব্দি চলবে। তিনি আরো যোগ করলেন যে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন গরিব মানুষদের খাওয়ানো হচ্ছে।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন