দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : বর্তমান পরিস্থিতি সর্বত্র নারীদের ওপর বারংবার পাশবিক যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতনের ঘটনার খবর প্রায়শই খবরের শিরোনামে উঠে আসছে l যেকোনো রকম পরিস্থিতিতে এই ধরনের ঘটনাকে এড়াতে এবং সর্বস্তরের নারীদের সুরক্ষার তাগিদে নিজেদের স্বনির্ভর করে তুলতে নবদ্বীপ থানার এক মহতী প্রয়াস "নির্ভয়া" l নদিয়া জেলা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিকের নির্দেশে ও নবদ্বীপ থানার আইসি কল্লোল কুমার ঘোষ এর উদ্যোগে এক্সট্রিম ক্যারাটে একাডেমির কর্ণধার সুদীপ ভৌমিকের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ থানা প্রাঙ্গণে সর্বস্তরের নারীদের নিজেদের আত্মরক্ষার তাগিদে নির্ভয় নামে ক্যারাটে পাইলট প্রজেক্ট এর সূচনা হলো l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ l উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি হেড কোয়াটার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক অমন্দীপ সহ ডি এন টি মাকসুদ হাসান l মার্শাল আর্ট মাস্টার সুদীপ ভৌমিক এর নেতৃত্বে এদিন এখানে নারীদের সুরক্ষায় বিভিন্ন প্রকার ক্যারাটের অঙ্গ বিশ্লেষণ করা হয় l নদিয়া ডিস্ট্রিক্ট পুলিশ ও নবদ্বীপ থানার উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি নবদ্বীপের আপামর জনসাধারণ l
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন