রবীন্দ্রনাথ বর্মন, নেশন ১ ভয়েস , কোচবিহার : রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সহ পেট্রোল ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ,অবিলম্বে সমস্ত স্কুল কলেজ খোলার দাবিতে, সকলকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান, করোনার তৃতীয় ঢেউ সরকারকে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার দাবিতে আজ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে সারা ভারত প্রতিবাদ দিবসে কোচবিহার শহর লোকাল কমিটির পক্ষ থেকে কোচবিহার শহর জুড়ে বিক্ষোভ মিছিলএবং শহরের হরিশ পাল চৌপথীতে গ্যাস সিলিন্ডার এর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। কোচবিহার শহর ছাড়াও জেলা জুড়ে বিভিন্ন ইউনিটে বিক্ষোভমিছিল করা হয় ।অবিলম্বে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি রোধ ,এবং স্কুল কলেজ খোলা না হলে আগামী দিনে বৃহত্তর আনদোলন গড়ে তোলা হবে।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন