রবীন্দ্রনাথ বর্মন, নেশন ১ভয়েস, কোচবিহার, ২৩ আগস্ট : কর্মীদের হাজিরা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সদ্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। আজ সকালে তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহারের একটি বাস টার্মিনাল পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি টার্মিনালের অফিস কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আসা নিয়ে খোঁজখবর নেন। ঘুরে দেখেন ওই ডিপোতে থাকা সংস্থার একটি ওয়ার্কশপও। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কর্মীদের সময় মত অফিসে না আসার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “এটেন্ডেন্স নিয়ে আমি উদ্বিগ্ন। সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের সাথে এবিষয়ে কথা হয়েছে। উনি বিষয়টি দেখবেন। বৃষ্টির কারণে আজ কোন সমস্যা হতে পারে।”পার্থ প্রতিম রায় চেয়ারম্যান পদের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বোর্ড মিটিং হতে চলেছে ২রা সেপ্টেম্বর। তার আগে বিভিন্ন সমস্যা নিজে সরজমিনে ক্ষতিয়ে দেখে নতুন করে পরিকল্পনা তৈরি করা হবে বলে সূত্রের খবর। আর সেই কারণেই কোচবিহারের ওই টার্মিনাল পরিদর্শন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এবার চেয়ারম্যান পদে বসার পর পার্থ বাবুর লক্ষ্য, একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা, পরিষেবা বন্ধ থাকা লাভজনক সরকারি বাসের রুট গুলোকে পুনরায় চালু করা ও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পর্যটন এলাকায় বাস পরিষেবা দেওয়া। সংস্থার প্রত্যেকটি টার্মিনালকে নতুন করে সাজিয়ে তোলা হবে বলে এদিন তিনি জানিয়েছেন।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন