দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : করোনা আতঙ্ককে দূরে সরিয়ে রংবেরঙের আবির হাতে হোলিতে মাতলেন নদিয়া জেলার জেলাশাসক বিভূ গোয়েল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু। সোমবার গোটা দেশজুড়ে হয়েছে হোলির উৎসব পালন। সকাল থেকেই রংবেরঙের শাড়ি এবং পাঞ্জাবি পড়ে হোলিতে মেতেছে পুরুষ এবং নারী উভয়েই। নাচ-গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন উদযাপন করা হয়। ঠিক সেই রকমই দেখা গেল নিত্যদিনের কাজ কে দূরে সরিয়ে আবিরের থালা নিয়ে হোলি খেলতে নদিয়া জেলার জেলাশাসককে। কৃষ্ণনগরের মৃত্তিকা ভবনে নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে এই হোলির দিনটি উদযাপন করা হয়। একে অপরকে আবির মাখিয়ে চলল হোলি খেলা। জেলাশাসক বিভূ গোয়েল বলেন, "আজকের দিনটি একটু অন্যরকম ভাবে পালন করলাম। নদিয়া জেলা পরিষদ খুব ভালো উদ্যোগ নিয়েছে"।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন