দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : নদিয়ার শান্তিপুর স্টিমারঘাটে ভাগীরথি নদীর তীরে শুক্রবার একটি বটবৃক্ষ ও অশ্বত্থ গাছের শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই গাছ দুটিকে স্টিমারঘাটের বাসিন্দা সমর মন্ডল লাগিয়েছিলেন । শুধু তাই নয় গাছ দুটিকে সন্তান স্নেহে বড় করে শুক্রবার সমস্ত পৌরানিক নিয়মকানুন মেনে বটবৃক্ষ ও অশ্বত্থ গাছের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। এই বিবাহ অনুষ্ঠানে সমস্ত এলাকাবাসী ও নিমন্ত্রিত অতিথি মিলিয়ে প্রায় ২০০০ মানুষের পাতপেড়ে খাওয়ার আয়োজন করা হয়েছিল । মেনুতে ছিল গোবিন্দভোগ চালের খিচুরী,পাঁচমিশালী তরকারী,চাটনি, পাপড় ও শেষ পাতে মিষ্টান্ন। এই বিবাহ অনুষ্ঠান উপলক্ষে এলাকার সমস্ত মানুষ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজকের দিনটি স্মরনীয় করে রাখছে। এখানে একটি বিষয় উল্লেখ্য আজ থেকে প্রায় ৭০ বছর আগে ঠিক এমনি ভাবেই স্টিমারঘাটে বটবৃক্ষ ও অশ্বত্থ গাছের বিবাহ অনুষ্ঠান হয়েছিলো যে গাছ দুটি ভাগিরথী নদীর তীরে আজ ও মাথা উচু করে দাড়িয়ে আছে। আজকের বিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমর মন্ডলের উদ্যোগে এলাকাবাসী আর ও একবার ইতিহাস কে ছুয়ে গেলো ।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন