দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : এবার দোলপূর্ণিমায় মায়াপুরের ইসকণ মন্দিরে দোলযাত্রা উদযাপন করতে আসলেন দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তরা। যদিও করোনা ভাইরাসের জন্যে মানুষজনের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক কিন্ত "রাখে হরি মারে কে", দোলের দিন ইসকন মায়াপুরে দেখা গেল ভক্তদের ভিড়, তাদের এখন সেই হরি ভরসা, পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের ভয় আর দোল উৎসব উপলক্ষে মায়াপুরে সুদূর বিদেশ থেকে আসা বিদেশি বিদেশিনীদের ভিড় জমতে শুরু করেছে, তাই অবশ্যই ভয় রয়েছে যদি কারো করোনাভাইরাস সংক্রমিত হয়ে থাকে তা পরীক্ষা কীভাবে করা যাবে, তাই তাদের ভরসা সেই শ্রীকৃষ্ণ, অনেকে বিশ্বাস করেন যে হরিনামের দ্বারা বিপদ দূর হবে। অনেক বিদেশী ভক্তরা আবার আসতে পারেনি, কারণ করোনা ভাইরাস এর কারণে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, ফ্লাইট এ আসতে গেলে ভয় ও বিভিন্ন স্থানের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে, তারপর আবার করোনা ভাইরাস কারুর শরীরে থাকলে ভিড়ে ছড়িয়ে যেতে পারে, তাই অনেকেই এবছর ভিড় এড়িয়েছেন। দোলপূর্ণিমার আগে শুরু হয়েছিল গৌরপূর্ণিমা উৎসব, যেখানে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেন হাজার হাজার দেশ বিদেশের ভক্তরা, তাই দোলযাত্রার দিন অবধি দেখা গেল অসংখ্য মানুষ মায়াপুরে আসছেন পরিক্রমায় সামিল হতে। দোলযাত্রার দিন মায়াপুরের রাস্তা ঘাটে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন, অনেক টুরিস্ট হোটেলে ঘর পাননি কারণ সেগুলো দোল উপলক্ষে আগে থেকেই বুক করা ছিল। দোলউৎসবে মায়াপুরের ঘাট ও রাস্তাগুলোয় দেখা গেল প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, প্রতিটি ঘাটে ছিল পর্যাপ্ত ভলেন্টিয়ার, মন্দিরের সামনে দিয়ে টোটো ও বড় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত করেছে পুলিশ। তাই দেখা গেল করোনা আতঙ্ককে উপেক্ষা করে দোল উৎসব পালন করতে মায়াপুর ইসকণ মন্দির দেখার টানে মায়াপুরে এসেছেন অসংখ্য ভক্ত এবং তারা দোল উৎসবে সংকীর্তন, পরিক্রমা দ্বারা আনন্দে মেতে উঠলেন।