জাভেদ হোসেন, নেশন ওয়ান ভয়েস : দুরন্ত জেসন হোল্ডার ৷ আর তারই জেরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে লড়াই করতে হল ভারতীয় ক্রিকেটারদের ৷ শুক্রবার দিন সবুজ পিচে শুরু থেকেই সতর্ক খেলতে হচ্ছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ৷ এদিন মাত্র ১৩ রান করেই আউট হয়ে যান কেএল রাহুল ৷ হোল্ডারের প্রথম শিকার তিনিই ৷ এরপর দাগ কাটতে পারেননি চেতেশ্বর পূজারাও ৷ তিনি প্যাভিলিয়নেরাস্তা ধরেন মাত্র ৬ রানেই ৷ তাঁকে আউট করে দেন এদিনই অভিষেক হওয়া কর্নওয়াল ৷এরপর তরুণ মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে দলের ইনিংসকে ভদ্রস্থ করার কাজে লেগে যান অধিনায়ক বিরাট কোহলি ৷ কোহলি ১৬৩ বলে৭৬ রান করেন ৷ মায়াঙ্ক করেন ৫৫ রান ৷ এই দুই ক্রিকেটারের উইকেটও নেন জেসন হোল্ডার ৷ অজিঙ্ক রাহানে ২৪ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ৷এদিকে সমালোচনার মুখে দাঁড়িয়ে থাকা ঋষভ পন্থ এদিন স্থিতধী ইনিংস খেলছেন ৷ দিনের শেষে হনুমা বিহারীকে সঙ্গী করে ক্রিজে রয়েছেন ভারতের এই তরুণ উইকেটকিপার ৷ হনুমা ৪২ রানে ও পন্থ ২৭ রানে ব্যাট করছেন ৷ দ্বিতীয় দিনে এই জুটির ব্যাট ভারতের স্কোরকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এমনটাই ধারণা ভারতীয় থিঙ্কট্যাঙ্কের ৷
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন