নন্দ দুলাল ভট্টাচার্য ,নেশন ১ভয়েস ,কোলকাতা : ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল বিভিন্ন ওয়ার্ডে জোর কদমে নির্বাচনী প্রচার করে চলেছেন । ৭১ ( 71) নম্বর এবং ৭২ (72) নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার অভিযানের কিছু মুহূর্ত । প্রচার এবং জনসংযোগের মাঝে প্রিয়াঙ্কা বললেন যে যেখানেই যাচ্ছি সাধারণ মানুষের অপার সমর্থন এবং ভালোবাসা পাচ্ছি। আমি নিশ্চিত ভবানীপুরের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে। আবার ভবানীপুর বিধানসভার ৭৪ ( 74) নম্বর ওয়ার্ডে অগ্নিমিত্রা পাল কেও প্রিয়াঙ্কা টিব্রিওয়াল এর হয়ে প্রচার করতে দেখা গেলো ।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন