বেঙ্গল ডেস্ক, নেশন১ভয়েস, কোলকাতা : এমনিতেই লকডাউন, করোনা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের ফলে সাধারণ মানুষের অবস্থা দুর্বিসহ হয়ে উঠেছে, তার উপরে পেট্রোল , ডিজেল এর মূল্য বৃদ্ধির ফলে খাদ্য দ্রব্যের অস্বাভিক মূল্য বৃদ্ধি তাতে সাধারণ মানুষের অবস্থা আরও করুণ হয়ে উঠেছে। পেট্রোল, ডিজেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে , এবং অবিলম্বে তেলের দাম কমানোর দাবিতে,শিয়ালদহ মৌলালী ইন্টালী মার্কেটের সামনে ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্পের সামনে AITUC পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। এই প্রতিবাদ কর্মসূচি তে AITUC পশ্চিম বঙ্গ সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী, রাজ্য কমিটির সুব্রত দাস, এবং সব শাখা সংগঠন গুলো অংশগ্রহণ করেন।