দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : রবিবার জেলাব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন দের নিয়ে কাজ করা সংগঠন প্রতি বন্ধনের আয়োজনে, শান্তিপুরে বাইগাছি মোড় থেকে শান্তিপুর ডাকঘর পর্যন্ত দুপুর বারোটার সময় 36 জন বিশেষভাবে সক্ষম ব্যক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো l আয়োজক সংস্থা উদ্যোক্তা দের কাছ থেকে জানা যায় l স্বামী বিবেকানন্দ ও স্টিফেন হকিংস ব্যানারে ছবি থাকা সারা বছর বিশেষ চাহিদা সম্পন্ন দের জন্য কাজ করে থাকলেও এ ধরনের অনুষ্ঠানের প্রথম l বিগত কয়েক মাস আগে ধর্ম তলায় একটি বেসরকারি সংস্থা মোটিভেশন ডট ইন এর কাছ থেকে আনা দেওয় সাইতিরিশটি হুইল চেয়ার এবং ট্রাইসাইকেল নিতে গিয়ে দেখা অভিজ্ঞতা অনুযায়ী প্রতিযোগিতার আয়োজন করেছে তারা l এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম তিনজন বাচ্চার মধ্যে দুজন স্বামী বিবেকানন্দ ও একজন ভগিনী নিবেদিতা সেজে মনোরঞ্জন করে জরুরী কাজ থামিয়ে আধঘন্টার জন্য পথের দুপাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা আগ্রহী হাজারো মানুষের l
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন