ন্যাশন ১ ভয়েস ডিজিটাল ডেস্ক কলকাতাঃ বাঙালি উদ্যোগপতি সুবীর ঘোষ এবার ইউরোপের বাজার দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে l কাল এদেরই ইউনাইটেড গ্রুপে্র ই সাইকেল/ বাইকের একগুচ্ছ নতুন লোগো, ক্যাটালগস প্রকাশ পেল l উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের কর্ণধার শ্রী সুবীর ঘোষ, কলকাতা কর্পোরেশনের উপপ্রধান নাগরিক শ্রী অতীন ঘোষ (ডেপুটি মেয়র ) এবং মিসেস ইউনিভার্স শ্রীমতি অপ্সরা ঘোষ ও আরও অনেকে l বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে তা রোধে এই ই বাইক এবং ই সাইকেল অপরিহার্য l সম্পূর্ণ পেট্রল, ডিজেল ছাড়া চালিত এই ই সাইকেল, ই বাইকে বর্তমান যুগের কথা মাথায় রেখে বানানো হয়েছে l ইউনিরক্স এই ই সাইকেল ই বাইক ইউরোপের প্রায় বারোটা দেশে রপ্তানি হচ্ছে l বিদেশের বাজারে মূলত ইউরোপের মাটিতে এই সাইকেল বাইকের চাহিদা এতটাই তুঙ্গে যে ইউনাইটেড কোম্পানি আরও একটি ফ্যাক্টরি তৈরী করার লেআউট হাতে নিয়েছে l বলা যায় বর্তমান গ্লোবাল ওয়ার্মিং এর সময়ে এই ই সাইকেল এবং বাইকের চাহিদা ক্রমবর্ধমান হবে l
ছবিঃ নিজস্ব সংবাদদাতা
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন