রবীন্দ্রনাথ বর্মন, নেশন১ভয়েস, দিনহাটা : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের খবর প্রকাশ হতেই গলায় ওড়না জড়িয়ে ঝুলন্ত অবস্থায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে দিনহাটা মহকুমার জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে দিনহাটার আমবাড়ি এলাকা থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। দিনহাটা গোপালনগর উচ্চ বিদ্যালয়ের ওই মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থীর নাম বর্ণালী বর্মন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটার গোপাল নগর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী বর্ণালী বর্মন। ওই ছাত্রীটির বাড়ি দিনহাটা আমবাড়ি এলাকায়। এদিন রাতে একটি ঘর দরজা-জানালা বন্ধ অবস্থায় দেখে বাড়ির লোকজন। অনেক ধাক্কাধাক্কির পর দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় গলায় ওড়না জড়িয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এ বিষয়ে মৃত ওই ছাত্রীর কাকা প্রসেনজিৎ বর্মন বলেন, অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল বর্ণালী। তার বিশ্বাস ছিল এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ভালো রেজাল্ট করবে। কিন্তু পরীক্ষা বাতিলের খবর পেয়ে সে কেমন যেন মনমরা হয়ে যায়। রাতেই একটি ঘরে গলায় কাপড় জড়িয়ে ঝুঁলন্ত অবস্থায় তাকে দেখা যায়। মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার খবরেই তার এই পরিণতি ঘটেছে বলে প্রসেনজিৎবাবু মনে করেন।এ বিষয়ে মৃত ছাত্রীর বাবা সারদা বর্মন বলেন, মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এর জন্য রাত জেগে পড়াশোনা করত বর্ণালী। পরীক্ষা বাতিলের খবর পাওয়ার পর সে বিমর্ষ হয়ে পড়ে। তার মার গলা জড়িয়ে ধরে কান্নাকাটিও করেছে বর্ণালী। এরপর রাতেই এই ঘটনা।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সাজিনুর রহমান বলেন, স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্রী বলে পরিচিত ছিল বর্ণালী। সেদিন রাতে বাড়ির একটি ঘরের দরজা রীতিমতো কুড়াল দিয়ে ভেঙে ঘরে ঢুকে দেখা যায় ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর দেহ।এ বিষয়ে গোপাল নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সত্যজিৎ কারজি বলেন, স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল বর্ণালী। শিক্ষকরা আশা করেছিলেন এবারের মাধ্যমিক পরীক্ষায় ও ভালো রেজাল্ট করবে। পারিবারিক সূত্রে জানতে পেরেছি পরীক্ষা বাতিলের ঘোষণা হওয়ায় বর্ণালী মুষড়ে পড়ে।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন