দিবাকর দাস, নেশন ১ ভয়েস, নদিয়া : ১২টি দেশে ফায়ারফ্লাই অফ লাভ কাব্যগ্রন্থর সর্বাধিক বিক্রির জন্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ পুরুস্কৃত হলেন নবদ্বীপের যুবক তীর্থন্দু গাঙ্গুলি । চৈতন্যভূমি নবদ্বীপের দেওয়াড়াপাড়ার বাসিন্দা তীর্থন্দু গত ১৮ই ডিসেম্বর পর্যন্ত বইটির বিক্রির নিরিখে পুরস্কার পেয়েছেন। তার রচিত কাব্যগ্রন্থে আছে ১০৮টি কবিতা আছে, প্রকাশিত ও বিক্রি হয়েছে আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, জাপান ও আরও অন্যান্য মোট ১২টি দেশে ।তীর্থন্দু পুরুস্কৃত হওয়াতে তার বাবা ও মা খুবই খুশি তারা জানিয়েছেন যেমন তেমনই খুশি নবদ্বীপবাসী ।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন