ডিজিটাল ডেস্ক, নেশন ১ ভয়েস, হুগলী : যশ দাসগুপ্তর হয়ে চণ্ডীতলায় ব়্যালি করতে আসেন শুভেন্দু অধিকারী। প্রচুর বিজেপি সমর্থক ভিড় করেন এদিনের ব়্যালিতে। বুধবার পঞ্চানন তলা থেকে কুমিরমোড়া পর্য্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিজেপি। এই শোভাযাত্রায় যশ দাসগুপ্ত সঙ্গী হয়ে প্রচার করেন শুভেন্দু অধিকারী।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন