দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : নদিয়ার নাকাশিপাড়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধুর। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলের দিকে নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি লঙ্কাপারা এলাকায়। মৃত গৃহবধূর নাম মহুয়া মিস্ত্রি বয়স ২৮বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ বছর আগে বর্ধমান জেলার গুপ্তিপাড়ার বাসিন্দা মহুয়ার সাথে বিবাহ হয় বেথুয়াডহরী লঙ্কা পাড়ার বাসিন্দা বিজন মিস্ত্রীর। ওই দম্পতির এক ছেলে এক মেয়ে রয়েছে। মেয়েটি ক্লাস ফাইভের ছাত্রী এবং ছেলেটি তৃতীয় শ্রেণীতে পড়ে। জানা যায় এই দিন বিকেলে নিজের ঘরে অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে প্রতিবেশীরা উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর সেদিন রাতে প্রতিবেশী মারফত খবর পেয়ে মঙ্গলবার মহুয়ার বাপের বাড়ির লোকজন সকালে পৌঁছায় বেথুয়াডহরীতে। মৃত গৃহবধূর বাবা অভিযোগ, অবৈধ সম্পর্কের জেরে তার মেয়েকে পরিকল্পিতভাবে গায়ে আগুন লাগিয়ে হত্যা করেছে মহুয়ার স্বামী ও তার পরিবারের সদস্যরা। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া পুলিশ গতকাল রাতে আটক মৃত গৃহবধূর স্বামী করে বিজন মিস্ত্রিকে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করার পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন