দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : আজ বুধবার বাগদেবী সরস্বতী মাতার পূজা, আর এই সরস্বতী পূজা উপলক্ষে গতকাল রাত থেকে নদিয়ার কৃষ্ণনগর, নবদ্বীপ সহ বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ পূজা উদ্যোক্তাদের মণ্ডপ সাজানো থেকে শুরু করে প্রতিমা সজ্জার ব্যস্ততা তুঙ্গে, কিন্ত গভীর রাত থেকে বৃষ্টি নামায় সরস্বতী পুজোর আনন্দ নষ্ট হয়ে যাবে আশঙ্কা করছে ছাত্র ছাত্রীরা l গতকাল রাত থেকেই লেগে ছিল সরস্বতী পূজার আয়োজনের তোড়জোড়, তখন হাতে বাকি মাত্র আর কয়েকটি ঘন্টা, তাই কোন পূজা উদ্যোক্তারা কত তাড়াতাড়ি তাদের মন্ডপ সজ্জা সম্পূর্ণ করে তাদের নিজস্ব শিল্পকলাকে তুলে ধরতে পারবে সর্বসাধারণের মধ্যে তা নিয়ে বিরাম ছিল না তাদের, কিন্ত বৃষ্টি হওয়াতে মানুষ কতোটা ঠাকুর দেখতে প্যান্ডেলমুখো হবে ভাবাচ্ছে উদ্যেক্তাদের l বিভিন্ন স্কুল-কলেজ থেকে শুরু করে পাড়ার বারোয়ারি সবখানেতে যেন সাজো সাজো রব, কারণ এবার দুই দিন ধরে চলবে সরস্বতী পুজো, কচিকাচারা পড়াশুনোর ফাঁকে সরস্বতী পূজার আয়োজন নিয়ে দারুন ব্যস্ত ছিল, কিন্ত অকাল বৃষ্টি যে তাদের আনন্দ মাটি করে দিল জানাচ্ছে তারা,এক পড়ুয়া বলল, "কোথায় ভাবলাম ঝলমলে রোদ বেরোবে, সরস্বতী পুজোর দিন ঘুরবো, কিন্ত সকাল থেকে আকাশের মুখভার, প্যান্ডেল ঘোরার প্ল্যান ক্যানসেল হয়ে যাবে দেখছি " l গতকাল সারারাত ব্যাপী চলেছে মণ্ডপসজ্জা কাজ, পাশাপাশি মণ্ডপসজ্জা কাজের মাঝে কোনো ফুরসত নেই নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ও শিক্ষকদের মধ্যেও l এবারের সরস্বতী পূজা কে কেন্দ্র করে নিজেদের শিল্পকলার মধ্যে দিয়ে জনসাধারণের মধ্যে পরিবেশকে দূষণমুক্ত করার পাশাপাশি সমগ্র প্রাণীকূলকে রক্ষা করার আহ্বান জানাতে চলেছে বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ l এবারে তাদের পূজার থিম," সবুজ ধরা আসবে ফিরে দূষণ বিহীন নতুন ভোরে" l এছাড়াও সরস্বতী পূজা ছিল বাঙালীর চিরচরিত ভ্যালেন্টাইন্স ডে, কিন্ত সূর্যিমামার মুখভাররের মত এবার প্রেমিকযুগলদের ও মন খারাপ এই বৃষ্টি দেখে, এক যুবক জানালেন, "এবছর আমাদের প্রথম সরস্বতী পুজো, ভেবেছিলাম ওকে নিয়ে অনেক মণ্ডপ দেখবো, কিন্ত বৃষ্টি হওয়ার সম্ভবনায় ও আর বেরোতেই চাইছেনা " l হাতে দুই দিন, নেই কোনো কাজ ও পড়াশোনা তাই বৃষ্টির মধ্যেই সরস্বতী পুজোর আয়োজন থমকে নেই, সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে ও বাড়ির পুজোতে লেগে রয়েছে চূড়ান্ত ব্যস্ততা, কিন্ত শেষমেষ চোখ গিয়ে ঠেকেছে ওই মেঘলা আকাশের পানেই l