দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : তেহট্ট প্রশাসনের তরফে তেহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে পালিত হল প্রজাতন্ত্র দিবস, সাথে ছিল কুচকাওয়াজ অনুষ্ঠান l তেহট্ট এলাকার বিভিন্ন বিদ্যালয়, রেডক্রস সোসাইটি, এক্স আর্মি, অন্যান্য অনেকেই অংশগ্রহণ করে প্যারেড অনুষ্ঠানে l তারপরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় l সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলে তেহট্ট মহাকুমা সাংবাদিক একাদশ এবং মহকুমা শাসক ও এসডিপিও একাদশের মধ্যে একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলা হয় l প্রথমে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশকে ১৪৫ রানের টার্গেট দেয় মহাকুমা শাসক ও এসডিপিও একাদশ দল l শেষে ৪৬ রানে পরাজিত হয় সাংবাদিক একাদশ দল l
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন