দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রক্ত সংকট দূর করতে এগিয়ে আসছেন প্রশাসনের আধিকারিকবৃন্দরা ।নদিয়া জেলার সদর ট্রাফিক অফিসে তাই আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। আর এই রক্তদান অনুষ্ঠানে ৩০জন ডোনার রক্তদান করলেন। উপস্থিত ছিলেন নদিয়া কৃষ্ণনগরের পুলিশ সুপার আজমল কিদোয়াই। এদিন রক্ত ডোনারদের নদিয়ার কৃষ্ণনগরের পুলিশ সুপার আজমল কিদোয়াই রক্তদাতাদের সার্টিফিকেট ও একটি ফুল দিয়ে সম্বর্ধিত করলেন।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন