ডিজিটাল ডেস্ক, নেশন ১ ভয়েস, কোলকাতা : আজকের ডিজিটাল দুনিয়ায় ফ্যাশন সচেতনতা জনপ্রিয়তায় আকাশচুম্বী হয়েছে বিশ্ব জুড়েই। ভারতও তার ব্যতিক্রম নয়। গত ২০শে ফেব্রুয়ারি কলকাতারই এক সংস্থা মেসার্স ইক্যুইপ সম্প্রতি কলকাতার এক বিলাসবহুল ক্লাবে আয়োজন করে মিস্টার এন্ড মিস বেঙ্গল ইন্টারন্যাশনাল ২০০০ফ্যাশন শো'র প্রাক মূল পর্ব।অংশ নেন ৪৫জন প্রতিযোগী। চুলচেরা বিচারে বেছে নেওয়া হয় ৮ জন পুরুষ ও ৮ জন নারী।আগামী মার্চ মাসে কলকাতার এক সাত তারা হোটেলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার মূলপর্ব। সংস্থার প্রাণপুরুষ মনোজ গোস্বামী জানান,বিজয়ীদের উৎসাহিত করতে এক লাখ টাকা দেওয়া হবে।তাছাড়া সংস্থার প্রযোজনার একটি সিনেমায় ও বিভিন্ন সিরিয়ালে সুযোগ দেওয়া হবে।তাছাড়া নিজস্ব বিজ্ঞাপন সংস্থায় বিভিন্ন পণ্য উৎপাদক সংস্থায় ব্র্যান্ড অ্যামবাস্যাডর হিসেবেও সুযোগ দেওয়া হবে।আমরা এই প্রতিযোগিতায় শুধু সৌন্দর্য বিবেচ্য নয়,তাঁদের মানসিক চেতনার পূর্ণতা ও আন্তরিক সৌন্দর্য্যকেও প্রকাশিত হতে সাহায্য করি। কোভিড পরিস্থিতিতে ২০২০ র অনুষ্ঠান এখন করতে হচ্ছে।চলতি বছরের অনুষ্ঠান বছরের শেষে হবে।শীতের বিদায়বেলায় এক ঝাঁক নতুন প্রজন্মের এই প্রতিযোগিতায় দেখা গেল উৎসাহের সঙ্গে যোগ দিতে।তাঁদের চোখে দেখা গেল আত্মপ্রত্যয়ের ছায়া ।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন