বেঙ্গল ডেস্ক, নেশন১ভয়েস, আরামবাগ : আরামবাগের খানাকুলে চুয়াডাঙ্গার বাসিন্দা মঙ্গলা সর্দারের পুত্র অভিজিত সর্দার কয়েকদিন আগে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন। মৃত অভিজিত সর্দারের পরিবার অত্যন্ত দরিদ্র তপশীলি জাতির। আজ তার পরিবারের সাথে দেখা করে তার সন্তানদের ভবিষ্যতে পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার অঙ্গীকার সহ তাদের পাশে থাকার বার্তা দিলেন ও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মৃত অভিজিত সর্দারের মা মঙ্গলা সর্দারের হাতে ২ লক্ষ টাকা তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির চারজন বিধায়ক বিমান ঘোষ, সুশান্ত ঘোষ,মধুসুদন বাগ,এবং বিশ্বনাথ কারক।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন