দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : আজ ভারতবর্ষ তথা সারা বিশ্ব করোনা আতঙ্কে জর্জরিত। এহেন সময়ে নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে সারা বিশ্বকে করোনা মুক্ত করার প্রার্থনা স্বরূপ বিশেষপূজা-অর্চনার ব্যবস্থা করা হয় । মন্দিরের কয়েকজন সেবায়েতএই পূজার আয়োজন করেন ,যদিও মন্দিরের প্রধান দ্বার ভক্তদের জন্য বন্ধ । কেবলমাত্র কয়েক জন সেবাইত সামাজিক দূরত্ব ও পরিছন্নতা বজায় রেখে এই বিশেষ পূজা অর্চনার আয়োজন করেন। শ্রীমন মহাপ্রভুর কাছে মন্দিরের সেবাইতগণের নবদ্বীপ বাসীর হয়ে প্রার্থনা "হে ,প্রভু সারা বিশ্বকে করোনা মুক্ত করো এবং সকলকে সুস্থ রাখো"।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন