দিবাকর দাস, নেশন ওয়ান ভয়েস, নদিয়া : "থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে", কবির এই উক্তিকে বাস্তবায়িত করতে নদিয়া জেলা সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে ও নবদ্বীপ উত্তর চক্রের পরিচালনায় শুক্রবার দুপুরে নবদ্বীপ জাতীয় বিদ্যালয় জি এস এফ পি স্কুল এর ময়দানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো এক ক্রীড়া প্রতিযোগিতা l এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রাক-প্রাথমিক থেকে শুরু করে অষ্টম শ্রেণীতে পাঠরত 50 জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রী l জাতীয় পতাকা উত্তোলনের ও প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নবদ্বীপ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানবাজ শেখ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, স্পেশাল এডুকেটর শুভাশিস ভট্টাচার্য সহ ভবতোষ দত্ত, জেলা আই ই ডি কো-অর্ডিনেটর স্বপন রক্ষিত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাবন্ধু বৃন্দ l
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন