দিবাকর দাস,নেশন ১ ভয়েস, নদিয়া: শুক্রবার জম্মু কাশ্মীর সীমান্তে পাক সেনা যুদ্ধ বিরতি লংঘন করে গোলা ও গুলি বর্ষন করে, ৪ জন ভারতীয় সেনা শহীদ হন। তাদের মধ্যে নদিয়ার তেহট্টে র রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সুবোধ ঘোষ (২৪) শহীদ হন। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। সুবোধবাবুর স্ত্রী বার বার সংজ্ঞাহীন হয়ে পড়েন, তিনি বলেন "মেয়ের জন্মের সময় আসতে পারেননি ডিউটি র কারণে, ফোনেই মেয়ের নাম দেন সুরভি, এই কিছুদিন বাদেই আসার কথা ছিল, এসে মেয়ের অন্নপ্রাশন করবেন বলেছিলেন "। সোমবার গভীর রাতে গান স্যালুটের মাধ্যমে সম্মান জানিয়ে সম্পূর্ণ হয় শহীদ জওয়ান সুবোধ ঘোষের শেষকৃত্য। রাত বারোটা নাগাদ প্রথমে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে শেষবারের মতো পরিবারের সদস্যরা তাদের একমাত্র ছেলেকে দর্শন করে। এরপর যেখানে সুবোধ ঘোষ পড়াশোনা করত সেই স্কুল মাঠে তাকে গান স্যালুট দিয়ে নদিয়া জেলা প্রশাসনের মাধ্যমে সম্মান জানানো হয়। এরপরেই পলাশী শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন সুবোধ ঘোষের দেহ আসার আগে অপেক্ষায় ছিলেন বহু মানুষ, এসেছিলেন কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র ও রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন