ডিজিটাল ডেস্ক, নেশন ১ ভয়েস, কোলকাতা : চলচিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী আজ আর আমাদের মধ্যে নেই।আজ কোলকাতার বেলভিউ নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ৬ অক্টোবর করোনা সংক্রমণ নিয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন I ৪০ দিন করোনার সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত আজ করোনা যুদ্ধে হেরে গেলেন I তার প্রয়ানে বাংলার চালচিত্র জগৎকে শূন্যতায় ভরিয়ে দিলো।বাংলা সিনেমা জগতের একটি বড়,অপূরণীয় ক্ষতি হয়ে গেল I তাঁর মৃত্যু বাংলার সিনেমা এবং সাংস্কৃতিক জগতে একটি বিরাট শূন্যতা নিয়ে এসেছে যা অপূরণীয় ।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন