দিবাকর দাস, নেশন ১ ভয়েস, নদিয়া : কর্মে স্থায়ীকরণের দাবিতে সোমবার দুপুরে কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন সিভিল ডিফেন্স কর্মীরা। তাদের দাবি, করোনা বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে নির্বাচনের সময় পুলিশ প্রশাসন সহ অন্যান্য সরকারী দপ্তরের স্থায়ী কর্মীদের মত জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন তাঁরা। কিন্তু কাজ শেষ হয়ে গেলে বিনা নোটিশে বারংবার বসিয়ে রাখা হয় তাদেরকে। যার ফলে বসে থাকা কালীন আর্থিকভাবেও কোন সাহায্য করা হয় না সরকার থেকে। মাসে সব দিন তাদেরকে কর্মে যুক্ত রাখার পাশাপাশি সিভিল ডিফেন্স কর্মীদের অবিলম্বে স্থায়ীকরণের দাবিতে মূলত এই দিনের বিক্ষোভ ডেপুটেশন বলে এই দিন জানান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্ষোভকারী সিভিল ডিফেন্স কর্মীরা। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে এক বিক্ষোভ পদযাত্রা মধ্য দিয়ে পাঁচ শতাধিক সিভিল ডিফেন্স কর্মী এই দিন জেলাশাসকের দপ্তরে লিখিত আকারে ডেপুটেশন জমা দেয় বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।পাশাপাশি সারা পশ্চিমবঙ্গে বর্তমানে সত্তোর থেকে আশি হাজার অস্থায়ী কর্মী সিভিল ডিফেন্স এ অস্থায়ীভাবে কর্মরত রয়েছেন বলেও জানান তাঁরা।
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন