দিবাকর দাস, নেশন ১ ভয়েস, নদিয়া: চিটফান্ডে টাকা রেখে ৩৫ লক্ষ টাকা খোয়ালেন এক সন্ন্যাসী। পুলিশ সূত্রে জানতে পারা যায় বুধবার রাতে নবদ্বীপ স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাগানেপাড়ার বাসিন্দা শ্রী নিবাস দাস গোস্বামী নবদ্বীপ থানায় টাকা তছরূপের অভিযোগ করেন, সুব্রত মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন যে সুব্রত মন্ডলের কাছে তিনি দুই দফায় প্রায় ৩৫ লক্ষ টাকা জমা করেন মাজদিয়া গ্রাম উন্নয়ন সমিতি নামের এক সংস্থায়। পরবর্তী কালে সে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের গাজনতলা থেকে গ্রেফতার করে সুব্রত মন্ডলকে, এবং তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪১৯, ৪২০ ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠায় পুলিশ। তদন্তের স্বার্থে ৭দিন অভিযুক্তের পুলিশ হেফাজত মঞ্জুর করে নবদ্বীপ আদালতের বিচারক। এবিষয়ে শ্রী নিবাস দাস গোস্বামী বলেন, " আমি একটা মন্দির করব বলে অনেকটা টাকা জমিয়েছিলাম, সুব্রত ও তার এক পরিচিত দীর্ঘদিন ধরে আমাকে বোঝায় তার মাজদিয়া গ্রাম উন্নয়ন সমিতিতে টাকা রাখতে, এরপর আমি ওই বিপুল পরিমান টাকা দুই দফায় ওই সংস্থায় রাখি, আমাকে বলেছিলো প্রতি মাসে অনেক টাকা ফেরত দেবে, কিন্ত সে সময়মতো টাকা দেয়নি, আমার রাখা টাকা ফেরত চাইলে সে দেয় না, যার জেরে আমি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি "।