হাফিজুল ইসলাম, দক্ষিণ ২৪পরগনা :গত ১৩ই মে ২০১৯ রবীন্দ্রনগর এর ১৬ বিঘা রেল ঝুপড়ির বাসিন্দা এক নাবালিকা নিখোঁজ ছিল। বাবা, মঃ আখতার যিনি পেশায় রিক্সাচালক এবং মা, ছলেহার বিবি, যিনি লোকের বাড়ি কাজ করেন। জানা যায় স্বামী স্ত্রী ও ছয় সন্তানের অভাবের সংসারে টানাপোড়েন ছিলোই, তারই সুযোগ নিয়ে প্রতিবেশী যুবতী, সন্তোষ পুর, বিধানগর এর বাসিন্দা মনিকা দাস যে নিশা রিয়া নামেও এলাকায় পরিচিত, সে ওই মেয়েটিকে নৃত্যশিল্পী বানিয়ে প্রচুর পয়সা রোজগারের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বিহারে নিয়ে গেছে । মেয়েটির মা নাবালিকা কন্যাকে ফেরত পেতে রবীন্দ্র নগর থানায় মনিকার বিরুদ্ধে লিখিতভাবে অপহরণ এর অভিযোগ করেন।
আরও পড়ুন...