শনিবার মালদহের চাঁচলে ২০১৯ সালের পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী জনসভা করলেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হাজার হাজার কংগ্রেস সমর্থকদের কাছে বক্তব্য রাখেন তিনি। মোদিকে আক্রমণ করে তিনি বলেন যে, "কংগ্রেস সবাইকে এক করে, বিজেপি সাম্প্রদায়িকতা সৃষ্টি করে,মোদীজী মিথ্যে বলেছেন যে দুই লক্ষ যুবককে কর্ম দেবেন, কৃষকদের সাহায্য করবেন, পনেরো লক্ষ করে দেবেন সবার একাউন্টে, মোদীজি নিজেকে মনে করেন চৌকিদার, আসলে তিনি অনিল আম্বানি নীরব মোদী চৌকিদার।
আরও পড়ুন...